প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৬ আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকের শুরুতেই প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
পরে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঁচ বছরের কর্মপরিকল্পনা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন।
কর্মপরিকল্পনাটি নির্বাচনী ইশতেহার-২০১৮ অনুযায়ী বই আকারে প্রকাশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ