মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অধ্যাপক মুনতাসীর মামুনের করোনা পজেটিভ বলে জানিয়েছেন হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান কচি।
তিনি জানান, সোমবার (০৪ মে) অধ্যাপক মুনতাসীর মামুনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু বলেন, তাকে (অধ্যাপক মুনতাসীর মামুন) আইসিইউতে অক্সিজেনসহ অন্যান্য সাপোর্ট দেওয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল হলেও তিনি ঝুঁকিমুক্ত নন। তার জন্য আমরা ভেন্টিলেশন (লাইফ সাপোর্ট) প্রস্তুত রেখেছি। প্রয়োজন হলে সেটি ব্যবহার করবো।
করোনার উপসর্গ নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হলে ৩ মে (রোববার) রাত ১টার দিকে অধ্যাপক মুনতাসীর মামুনকে আইসিউইতে নেওয়া হয়। তাকে জটিল রোগী হিসেবে চিহ্নিত করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ডা. মনিলাল আইচ।
মুনতাসীর মামুনের মা করোনা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।