প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেটের চূড়া স্পর্শ করলেন ভারতের নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী। বুধবার ডায়মন্ড ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান লরা উলভার্টকে আউট করার মধ্য দিয়ে নারীদের ক্রিকেটে অনন্য এ রেকর্ডের মালিক হয়েছেন ৩৫ বছর বয়সী এ অল রাউন্ডার। পুরুষদের ক্রিকেটে প্রথম ২০০ উইকেট শিকারিও একজন ভারতীয়। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট নিয়েছিলেন।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০২ রানের এক বিশাল স্কোর দাঁড় করায় সফরকারী ভারতীয় নারীরা। হারমানপ্রিত কৌর ৫৫ ও বেদা কৃষ্ণমুর্তি ৫১ রানে অপরাজিত থাকেন। জবাবে ভারতীয় বোলারদের তোপের মুখে ৩০.৫ ওভারে ১২৪ রানেই অল আউট হয়ে যায় স্বাগতিকরা। প্রোটিয়া ওপেনার লিজলি লি ৭৩ রান করেছেন। ভারতের হয়ে পুনম যাদব ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন।
বিসিসিআই ডটটিভিকে দেয়া এক সাক্ষাতকারে নিজের নেয়া সব উইকেটকেই গুরুত্বপূর্ণ দাবি করে ঝুলন বলেছেন, ‘আমার প্রত্যেকটি উইকেটের কথা মনে আছে। এখন থেকে ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিন পর্যন্ত।’
অবশ্য এর আগেই ইতিহাসে নাম লিখিয়েছিলেন ঝুলন। প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০ উইকেটের সঙ্গে ১০০০ রানের কীর্তিও তার।
আজকের বাজার: সালি / ০৮ জানুয়ারি ২০১৭