মেসুত ওজিল। গেলো সপ্তাহে ইউরোপা লিগের সেমিফাইনালে দেখিয়েছেন অনন্য দৃষ্টান্ত। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে কর্নারের প্রস্তুতি নিচ্ছিলেন আর্সেনাল তারকা। ঠিক তখনই গ্যালারী থেকে এক টুকরো রুটি ছুড়ে মারা হয় তার দিকে।
টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, জার্মান মিডফিল্ডারের কাণ্ডে অবাক হয়েছিল ফুটবল বিশ্ব! পায়ের সামনে থাকা রুটির টুকরোটি হাতে তুলে নিয়ে চুমু খান। এর পর কপাল ছুঁয়ে পাশে সরিয়ে রাখেন।
প্রতিবেদনে বলা হয়, ম্যাচের ৬১তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গার্নারদের হয়ে খেলা ফ্রেঞ্চ স্ট্রাইকার আলেক্সান্দ্রে লাকেজাত্তে গোলটি করেন। ইংলিশ দলটির হাসি ম্যাচের শেষ প্রান্তে এসে কেড়ে নেন আরেক ফ্রেঞ্চ তারকা। ৮২তম মিনিটে স্প্যানিশ দলটিকে সমতায় ফেরান আঁতোয়ান গ্রিজম্যান।
গত মাসের ২৭ তারিখের ওই ম্যাচের ফলাফলকে পাশকাটিয়ে দর্শকরা অবাক হয়েছেন ওজিলের ওই কাণ্ডে। যার রেশ এখনো কাটেনি। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ বৃহস্পতিবার রাত ১-০৫ মিনিট ফের মুখোমুখি হচ্ছে দল দুটি। সরাসরি ম্যাচটি দেখাবে সনি টেন টু।
এস/