পরিচালক অনন্য মামুনের সকাল থেকে বিএফডিসির সাত নম্বর ফ্লোরে একটি গানের শুটিং করছিলেন । পরে শুটিং বন্ধ করে দেওয়া হয়। ওই ‘গান’ নিয়ে শোনা যাচ্ছে বিভ্রান্তিকর মন্তব্য। কোন পক্ষ বলছে যৌথ প্রযোজনার ‘তুই শুধু আমার’ সিনেমার গান। আবার অন্যপক্ষ বলছে মিউজিক ভিডিও’র অনুমতি নিয়েছিলেন মামুন।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির তরফ থেকে শুটিং বন্ধ করতে বলা হয়।
এই বিষয়ে সংবাদমাধ্যম কর্মীরা জানতে চাইলে অনন্য মামুন প্রথমে কোনো মন্তব্য করতে চাননি। পরে বলেন, ‘আমি যদি বলি সিনেমার গানের অনুমতি নিয়ে কাজ করেছি, তাহলে?’
সংবাদকর্মীরা ঘুরিয়ে নয়, সরাসরি মন্তব্য করুন।-- মামুন তখন বলেন ‘নো কমেন্ট।’
বিএফডিসির ৭ নং ফ্লোরে ‘হটি নটি মাহিয়া মাহি’ শিরোনামের গানের শুটিং হচ্ছিল। গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কনা। পারফর্ম করছিলেন মাহিয়া মাহি।
পুরো ঘটনা নিয়ে নায়িকা বলেন, ‘আমাকে বলা হয়েছিল গানটি সিনেমার প্রচারণায় ব্যবহার করা হবে। কিন্তু পরে শুনি মিউজিক ভিডিও। আমার সাথে এমনটা করা উচিত হয়নি।’
তবে বিএফডিসি শিডিউল কর্মকর্তা জানান, “মামুন ভাই তার সিনেমা ‘তুই শুধু আমার’-এর জন্যই আমাদের কাছ থেকে শিডিউল বুকিং দিয়েছিলেন।”
তবে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আসলে এ ঘটনায় আমাদের বক্তব্য দেওয়া ঠিক না। যতদূর জানি অনন্য মামুনের পরিচালক সমিতির সদস্যপদ আজীবনের জন্য স্থগিত আছে। এর জন্য তিনি মিউজিক ভিডিওর শুটিং করবেন বলে সমিতিকে জানান। কিন্তু সমিতি যখন জানে এটি সিনেমার গানের শুটিং তখন তা বন্ধ করে দেওয়া হয়।’
এদিকে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমি শনিবার ঢাকায় ছিলাম না। তাই কিছু বলতে পারছি না।’
সভাপতি মুশফিকুর রহমান গুলজার ‘ব্যস্ত আছি’ জানিয়ে মন্তব্য করতে রাজি হননি।
তিনি আরো বলেন, ‘মাহি আমাদের কাছে এ নিয়ে অভিযোগ করেছিল। বলেছিল, আমি মিউজিক ভিডিও হলে কাজ করবো না, আমাকে সিনেমার প্রমোশনের কথা বলা হয়েছিল। আমরা তাকে বলি, শিল্পী হিসেবে তোমার রাইট আছে কোনো কাজ করা না করার। কিন্তু সরাসরি এ বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে পারি না। এটা পরিচালক সমিতির বিষয়।’
উল্লেখ্য, মাস কয়েক আগে একটি সাংস্কৃতিক দল নিয়ে মালয়েশিয়ায় যান অনন্য মামুন। ওই সময় আদম পাচারের অভিযোগে দেশটির পুলিশের হাতে আটক হন। পরে দেশে ফিরে জানান, তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পায়নি পুলিশ। মামুন আটক থাকাকালেই পরিচালক সমিতি তার সদস্যপদ বাতিল করে।
আজকের বাজার/আর আই এস