ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী আরশি খানকে নিয়ে বিতর্কের শেষ নেই। নিজের এবং পরিবারের যেসব তথ্য দিয়েছেন পরবর্তীতে তা মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে।তার দাদুর নাকি ১৮ জন স্ত্রী রয়েছে। বিগ বস হাউজে প্রবেশ করে সম্প্রতি এমনই দাবি করেন আরশি খান।
কিন্তু, মেয়ের দাবিকে রীতিমতো নস্যাত করে দিয়েছেন আরশির বাবা। যা নিয়ে কানাঘুষা শুরু হয়েছে ইতোমধ্যেই। কিন্তু, এবার আরশির আরও এক দাবিকে নস্যাত করলেন তার মা নাদরা সুলতান।
আরশির মা জানান, তারা ভোপালের জাহাঙ্গিরাবাদের বাসিন্দা। আফগানিস্তানে বাড়ি বলে আরশি যেভাবে একাধিকবার দাবি করেছেন, তা সঠিক নয় বলেও জানিয়েছেন নাদরা।
১৯৮৬ সালের ২৯ জুলাই জন্ম হয় আরশির। অর্থাৎ, নিজেকে যেভাবে ২৭-এর বলে দাবি করছেন আরশি, তা সঠিক নয় বলেও স্পষ্ট জানিয়েছেন তার মা।ভোপাল মেডিকেল কলেজে আরশির যে বয়স দেওয়া রয়েছে, সেই হিসেব অনুযায়ী ওই মডেল কন্যার বয়স এখন ৩১ বছর।
কিন্তু, বসের ঘরে প্রবেশ করে বার বার নিজেকে ২৭-এর বলে দাবি করেছেন আরশি খান।
সূত্র: জিনিউজ।
আজকের বাজার: আরআর/ ২৩ নভেম্বর ২০১৭