নতুন প্রযুক্তির ছোয়া লেগেছে কোরবানির পশুর হাটেও। নিয়মিত হাটের পাশাপাশি এবার অনলাইনে বেচা কেনার সাইটগুলোতেও পুরোদমে চলছে কোরবানির পশু বিক্রি। অনলাইনে কোরবানির পশু বিক্রির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে ইতিমধ্যে।
তথ্যপ্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইট টেকশহর জানিয়েছে অনলাইনে কেনা বেচার ওয়েবসাইট এখনইডটকমে গত সোমবার পর্যন্ত ৩৩টি গরু বিক্রি হয়েছে। মঙ্গলবার সাতটি গরুর অর্ডার এসেছে। যেগুলো বুধবার ক্রেতাদের বাসায় পৌছে দেয়া হবে। প্রতিষ্ঠানটির সহকারি ব্যবস্থাপক (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) মো. মারুফুজ্জামান জানান, মানুষ এখন হাঁটু কাদা-পানির হাটে না গিয়ে সহজেই বাজেটের মধ্যে কোরবানির পশু কিনতে পারছে।
এখনি ডটকম একটু নতুনভাবে অনলাইনে বিক্রির জন্য হাটে তোলা পশুর সাথে পশুর ভিডিও আপলোড করছে। যেটা দেখে ক্রেতারা সহজেই বুঝতে পারে গরুটির আকার-আকৃতি, রং, বয়স। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সর্বনিম্ন ৩৭ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ ২০ হাজার টাকার গরু রয়েছে।
বিক্রয় ডটকমের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী জানান, বিক্রয়ের সাইটে কোরবানির পশুর বিজ্ঞাপন দেওয়ার পর সারাদেশে একশোটির বেশি পশু বেচাকেনা হয়েছে। যা গত কয়েক বছরের চেয়ে বেশি তবে আগামী দুই-তিন দিনে এর পরিমাণ আরো বাড়বে বলে জানান তিনি। মার্কেটপ্লেস এখানেই ডটকম থেকে ঠিক এখন পর্যন্ত কতোটা পশু বেচাকেনা হয়েছে তার সঠিক হিসাব দিতে না পারলেও প্রতিদিন গড়ে তিন থেকে চারটি পশুর অর্ডার আসছে বলে জানান প্রতিষ্ঠানটির অ্যাক্টিভেশন ব্যবস্থাপক শামীমা।
অনলাইনের হাট বসিয়েছে বেঙ্গলমিট ডটকম। বেঙ্গলমিট এখন পর্যন্ত কোরবানির গরু বিক্রি করেছে ২৬১টি প্রতিষ্ঠানটির সহকারি মহাব্যবস্থাপক সাঈদ হাসান হাবিব বলেন, আমরা বেশ সাড়া পেয়েছি। আমরা ক্রেতাদের আস্থা অর্জন করতে প্রয়োজনীয় সবদিকে নজর দিচ্ছি। ইতোমধ্যে আমরা প্রায় দুই কোটি টাকার কোরবানির গরু বিক্রি করেছি।
এখন রাজধানীতে বেশ কয়েকটি পশুর হাটে কোরবানির পশুর ডিজিটাল হাট নিয়ে সকাল-সন্ধ্যা মাইকে ঘোষণা শোনা যাচ্ছে। আর অনলাইনে কোরবানির পশু বেচাকেনার সাইটগুলোও নিচ্ছে পশু বিক্রির অভিনব সব পদ্ধতি।
তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তি মানুষকে ক্ষমতাবান করেছে। মানুষ বিস্ময়করভাবে তা কাজে লাগাচ্ছে। অনলাইনে এখন কোরবানির পশু কেনার কাজটিও সেরে ফেলছে। আর এসবই বাংলাদেশের ডিজিটাল বিপ্লব।
আজকের বাজার: আরআর/ ২৭ আগস্ট ২০১৭