সারা দেশের ১৬ উপজেলায় কৃষক অ্যাপের মাধ্যমে আমন ধান ২৯ হাজার ৭০১ টন কেনা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার (১১মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমন মৌসুমে সারা দেশের ১৬ উপজেলায় কৃষক অ্যাপের মাধ্যমে ৩০ হাজার ১৭০ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল। কেনা হয়েছে ২৯ হাজার ৭০১ টন। ধান কেনায় অনিয়ম হয়নি,পাশাপাশি ব্যাপক সফলতা এসেছে।’
তিনি আরো বলেন, ‘আগামী বোরো মৌসুমে অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ৬৪ জেলার একটি করে উপজেলা থেকে ধান কেনা হবে। ৬৪টি জেলায় একসঙ্গে ধান সংগ্রহের ক্ষেত্রে অ্যাপ চালু করতে গেলে হ্যাং হতে পারে। আমরা ধীরে ধীরে সক্ষমতা বাড়াচ্ছি।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘যে ১৬ উপজেলায় অ্যাপের মাধ্যমে আমন ধান কেনা হয়েছে, বোরো মৌসুমে সেই উপজেলার মিলারদের কাছ থেকে চাল কেনা হবে।’
এ সময় কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/শারমিন আক্তার
আজকের বাজার/শারমিন আক্তার