অনলাইনে পাওয়া যাবে বিপিএল এর টিকেট

৪ নভেম্বর থেকেই সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর।

এবারের আসরে মাঠে গিয়ে খেলা দেখতে টিকেট কেনা যাবে ৩টি ভেন্যু ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে।

এছাড়াও অনলাইনে বিপিএলের পঞ্চম আসরের টিকিট সংগ্রহ করা যাবে সহজ ডটকম থেকেও।

https://www.shohoz.com ওয়েব ঠিকানায় ব্রাউজ করে পাওয়া যাবে সে সুবিধা।

খেলার দিন ছাড়াও এসব কাউন্টার থেকে টিকেট কেনা যাবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।

তবে পর্যাপ্ত টিকেট থাকা সাপেক্ষে খেলার দিন স্টেডিয়াম গেটেও পাওয়া যাবে টিকেট।

টিকেটের মূল্য:

বিপিএল এর এবারের আসরে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ থেকে ২০০০ হাজার টাকার মধ্যে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট কিনতে খরচ করতে হবে ২০০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ মোস্তাক ও জুয়েল স্ট্যান্ড) ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, নর্থান ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকেট মিলবে ২০০ টাকায়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্যও ২০০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, গ্রিন গ্যালারি ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ ২০০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ওয়েস্টার্ন গ্যলারি ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা।

আজকের বাজার : এমএম / ২৯ অক্টোবর ২০১৭