আজ ২৩ মার্চ বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যে কোনো সময়ে করোনা ভাইরাস-সংক্রান্ত অনলাইনে (লাইভ) প্রেসব্রিফিং এ আসবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রীর লাইভ প্রেসব্রিফিং-এ যুক্ত থাকতে হলে হেলথ মিনিস্ট্রি মিডিয়া উইং গ্রুপে অথবা হেলথ মিনিস্টার জাহিদ মালেক পেজে যুক্ত থাকতে হবে। অনলাইন ব্রিফিং শুরু হলে গ্রুপে প্রবেশ করে গণমাধ্যমকর্মীর নাম ও যে মিডিয়াতে কর্মরত রয়েছেন তা লিখে কমেন্ট করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করা হবে।
প্রসঙ্গত, দেশে এতদিন করোনা পরিস্থিতি নিয়ে সরাসরি সংবাদ সম্মেলন করে আসছে আইইডিসিআর। তবে এই প্রথমবারের মতো করোনা ভাইরাস-সংক্রান্ত প্রথম অনলাইন লাইভ ব্রিফিং অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজকের বাজার / এ.এ