অনলাইনে রিটার্ন দাখিলে অর্থমন্ত্রীর দৃষ্টান্ত

দ্বিতীয়বারের মতো অনলাইনে রিটার্ন দাখিল ও আয়কর প্রদান করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে গত অর্থবছরে সচিবালয়ে প্রথমবারের মতো অর্থমন্ত্রী অনলাইনে রিটার্ন দাখিল ও আয়কর প্রদান করেন। এর মধ্য দিয়ে তিনি অনলাইনে রিটার্ন দাখিলের উদ্বোধন করেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর প্রদান করার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করায় এবং মানুষকে উদ্ধুদ্ধ করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সম্প্রতি সচিবালয়ে অর্থমন্ত্রীর হাতে মন্ত্রীর ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা আয়কর পরিচয়পত্র প্রদান করে এ ধন্যবাদ জানান। এ কার্ড এনবিআরের এবারের আয়কর মেলার উদ্ভাবনী চমক।

অর্থমন্ত্রী কর অঞ্চল-৮ এর করদাতা। গতবছর তিনি এক কোটি ৯৮ লাখ টাকা নিট সম্পদের বিপরীতে দুই লাখ ১২ হাজার ৬১১ টাকা আয়কর দিয়েছেন।

নিজ ইনকাম ট্যাক্স আইডি কার্ড হাতে পেয়ে অর্থমন্ত্রী এনবিআরের প্রশংসা করেন। একই সঙ্গে এ কার্ডের মাধ্যমে করদাতারা অগ্রাধিকার ভিত্তিতে সকল সেবা পাবেন বলে জানান।

প্রথমবারের মতো এনবিআর এবার আয়কর মেলায় গর্বিত করদাতাদের স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে মেলায় ৯১ হাজার ২৫২ জন করদাতাকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করেন।

মেলায় আগত মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব, ব্যবসায়ীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ কার্ড প্রদান করেন।

এছাড়া প্রধানমন্ত্রীকে তার ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রদান করা হয়। প্রধানমন্ত্রী এ কার্ড উদ্ভাবন ও করদাতাদের প্রদান করায় এনবিআরের প্রশংসা করেন।

মেলায় দ্বিতীয়বারের মতো অনলাইনে রিটার্ন দাখিল করতে করদাতাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হয়। এতে বিপুল সংখ্যক করদাতা সাড়া দেয়।

আজকের বাজার:এলকে/এলকে ১৬ নভেম্বর ২০১