প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পরবর্তী গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি চলছে। এতে অংশ নেয়া দুই শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের বিলরাইন সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও নোয়াখালির চাঁটখিল উপজেলার কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল মান্নান। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, আন্দোলন চলাকালীন হঠাৎ মাথা ব্যথা শুরু হলে বসা অবস্থা থেকে মাটিতে পড়ে যান জাহাঙ্গীর আলম। পরে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। আব্দুল মান্নান কি কারণে অসুস্থ হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক অনলাইন সমিতি’র সভাপতি কাজী আবু নাসের আজাদ দুই শিক্ষকের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সারাদেশের হাজার হাজার শিক্ষক। একদিকে তারা জার্নি করে ঢাকায় এসেছেন, অন্যদিকে সারাদিন অভূক্ত। তাই আমাদের দুই জন্য সহকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আরো বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
প্রাথমিক শিক্ষকদের সবগুলো সংগঠনের সমন্বিত প্লাটফর্ম বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ব্যানারে ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষকরা।
আজকের বাজার: আরএম/ ওএফ/সালি, ২৩ ডিসেম্বর ২০১৭