টানা এক মাস আন্দোলনের পর সরকারের আশ্বাসে আমরণ অনশন স্থগিত করেছেন নন-এমপিও শিক্ষক ও কর্মচারীরা।
বুধবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টা ১০ মিনিটে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা রাশেদা কে চৌধুরী পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান।
এ সময় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আপনারা দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে না খেয়ে যে দাবি আদায়ে আন্দোলন করেছেন, তার যৌক্তিকতা আছে। প্রধানমন্ত্রী সংসদে আপনাদের বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। আমরা আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে। আপনাদের আন্দোলনের কারণে জাতির যেন কোনো ক্ষতি না হয়-সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
আন্দোলন কর্মসচি স্থগিতের বিষয়ে বাংলাদেশ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী জানান, আমাদের প্রতিনিধিদল সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সে সময় মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে দাবির বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে। খুব দ্রুত সময়ে এটা করা হবে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত। তাই আমরা এ আন্দোলন স্থগিত করেছি।
আজকের বাজার/এমএইচ