অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে মীর আখতার

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) থেকে পুঁজিবাজারের লেনদেন শুরু হবে মীর আখতার হোসাইনের। ঠিক একদিন আগে অর্থাৎ সোমবার কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা আগের বছর একই সময় থেকে ৪ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.১৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২.০৭ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ০.০৮ টাকা বা ৪ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) ইপিএস হয়েছে ১.১১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.১৫ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ০.০৪ টাকা বা ৩ শতাংশ কমেছে।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০.৬১ টাকায়।