অনিয়মের অভিযোগে ৭ কেন্দ্রের ভোট স্থগিত

গাজীপুর সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে সাত কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ভোটে নানা ধরনের অনিয়মের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৩৭২ নম্বর কেন্দ্র টঙ্গীর খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-১, ৩৭৩ নম্বর খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-২, টঙ্গীর বড় দেওড়ার হাজি পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ৯৮ নম্বর কেন্দ্র বাসন এলাকার ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের কাসেমপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী হাক্কানিয়া ছালেহিয়া আলিম মাদ্রাসা-২-এর ভোটকেন্দ্রের নারী বুথে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। এ সময় সেখানে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হন।

নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর রাজু বলেন, ‘হাক্কানিয়া ছালেহিয়া আলিম মাদ্রাসা-২ বুথে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে অন্তত ছয়জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’

মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সিটি করপোরেশনের ভোট শুরু হয়। ভোট চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। মোট সাত মেয়র প্রার্থীর পাশাপাশি ২৫৪ জন সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরজেড/