ক্ষমতাসীন আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ টেলিভিশন-বেতার শিল্পী সংস্থা’র নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ড. হাছান মাহমুদ বলেন, আমরা পর পর তৃতীয়বার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে অনেক অনুপ্রবেশকারী সংগঠনের বিভিন্ন পর্যায়ে প্রবেশ করেছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে। এরপর ব্যবস্থা নেয়া হবে।
বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, তারা হাওয়া ভবন বানিয়ে প্রত্যেক ব্যবসায় ১০ ভাগ কমিশন বসানো হয়েছিল। খোয়াব ভবন বানিয়ে আমোদ-ফুর্তি করা হত।
‘সেই জায়গায় প্রধানমন্ত্রী এখন এসব অনিয়ম ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে অগ্রসর হচ্ছেন। এতে তো বিএনপির খুশি হওয়ার কথা, সাধুবাদ দেয়ার কথা, তাদের ব্যর্থতার জন্য লজ্জা পাওয়ার কথা’, বলেন তিনি।
আজকের বাজার/এমএইচ