অনুমতি না পেলেও বিএনপি শনিবার সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশের পরামর্শে বৃহস্পতিবার থেকে সমাবেশ শনিবার নেয়া হয়েছে। কিন্তু এখনো অনুমতি দিচ্ছে না প্রশাসন।
মির্জা ফখরুল বলেন, আন্দোলন-নির্বাচনের সার্বিক দিক নির্দেশনা দেয়া হবে।
আজকের বাজার/এমএইচ