করোনা পরীক্ষায় র্যাপিড টেস্টিং কিট প্রস্তুত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। এটি এখন সরকারি অনুমোদনের অপেক্ষায় আছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে কিটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত কিটটির সাহায্যে রক্তের এন্টিবডি ও এন্টিজেন পরীক্ষা করা যাবে। এর মাধ্যমে করোনা সংক্রমণ হয়েছে কি না, তা জানা যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
কিট উদ্ভাবনের অন্যতম বিজ্ঞানী ড. বিজন শীল জানান, কিটটি সংবেদনশীলতা শতভাগ।
কিটটি আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার কথা ছিলো। কিন্তু সংস্থাটির পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকায় মার্কিন সংক্রামক রোগ সংস্থা- সিডিসির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ জানান, রোববার (২৬ এপ্রিল) টেস্টিং কিটটি ঔষধ প্রশাসন অধিদপ্তরে পৌছে দেয়া হবে।