শিক্ষা ক্যাডারে ১৩ হাজার ২৭৪ টি পদ সৃজনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমেদানের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার (২৪ জুলাই) জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ তথ্য উপস্থাপন করেন।
মন্ত্রী জানান, গত ১৯ এপ্রিল সরকারি কলেজ ও মাদরাসাসমূহের বিভিন্ন স্তরের ১২ হাজার ৫১৮টি পদ সৃজনের সমন্বিত পদ সৃজনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এছাড়াও জরুরি গুরুত্বপূর্ণ বিবেচনায় আরও ১৭টি কলেজের ৭৫৬টি সৃজনের প্রস্তাবও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
বরগুনা, ঝালকাঠি ও নোয়াখালীর জেলা প্রশাসকরা সরকারি কলেজে বিষয়ভিত্তিক পদ সৃজনের সুপারিশ করেন।
মঙ্গলবার সারাদেশের জেলা প্রশাসক ও মন্ত্রী, মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবদের অংশগ্রহনে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন (ডিসি সম্মেলন) শুরু হয়েছে।
এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে ২৬ জুলাই। এই সম্মেলনে মোট ২২টি অধিবেশন অনুষ্ঠিত হবে।
আরএম/