অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়াবে আইএফআইসি ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক (আইএফআইসি) তাদের অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আরো জানা যায়, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ২৯ জুনের পরিবর্তে ৪ জুলাই অনুষ্ঠিত হবে।একই দিনে অনুমোদিত মূলধন ২ হাজার কোটি থেকে ৪ হাজার কোটি টাকায় উন্নিত করা এবং পরিশোধিত মূলধন বৃদ্ধিতে প্রতিটি ১০ টাকা মূল্যে রাইট শেয়ার (১:১ প্রতিটি শেয়ারের বিপরিতে ১ টি করে রাইট শেয়ার) ইস্যু করার জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

 

আজকের বাজার/মিথিলা