পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রাক ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ১২০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। একই সাথে কোম্পানিটি সংঘ স্বারকের কিছু অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে মূলধন বাড়াতে পারবে। এজন্য কোম্পানিটি আগামী ২৬ এপ্রিল বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
আগামী ২৬ এপ্রিল সকাল ১০টায় ব্রাক-সিডিএম, সাভারে ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ এপ্রিল।