বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্পের জন্য বাছাই করা প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদের পাশাপাশি কোচিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট স্টাফদেরর করোনা পরীক্ষা করানো হবে। তিনটি পর্বে সম্পাদিত হবে এই পরীক্ষা।
রোববার প্রথম দিনে ১৫ ক্রিকেটার ও ১২ সাপোর্টিং স্টাফের নমুনা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশিষ চৌধুরী। তিনি বলেন,‘ ধাপে ধাপে ৬৫ জন খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করানো হবে।’
জাতীয় এবং হাই পারফর্মেন্স দলের খেলোয়াড়দেরও শ্রীলংকা সফরের আগে কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করানো হবে।