চলমান দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের ইনজুরি। ওয়ানডে সিরিজ চলাকালে মাঠ থেকে ছিটকে পড়েছেন দলের প্রধান ব্যাটসম্যান তামিম ইকবাল ও প্রধান বোলার মুস্তাফিজুর রহমান।
এর মধ্যে তামিম ইনজুরির শিকার হয়েছিলেন প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে। সান্ত্বনা এটুকুই, সেটি ছিল ক্রিকেট ম্যাচই। কিন্তু আরেক তারকা ক্রিকেটার মুস্তাফিজ যে ইনজুরির শিকার হয়েছেন ফুটবল খেলতে গিয়ে!
অনুশীলনে নামার আগে গা গরম করার জন্য ফুটবল খেলা ক্রিকেটারদের চিরায়ত রীতি। সেই রীতি মেনেই দ্বিতীয় ওয়ানডের আগে পার্লে চলছিল ক্রিকেটারদের ফুটবল। সেখানেই ইনজুরির শিকার হন মুস্তাফিজ। আর এই কারণে ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে মানা করেছেন বিসিবির চিকিৎসক ও দেশের ক্রিকেট পরিবারের অভিজ্ঞ সদস্য দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, ‘অনুশীলনের সময় আঘাত পাওয়াটা দুঃখজনক ব্যাপার। সারা বছর সে অনুশীলন করছে কিন্তু জাতীয় দলের হয়ে যখন সে খেলতে নামবে ঠিক তখন ইনজুরিতে পড়ছে।’
ফুটবল খেলার সময় এটি যে শুধুই ওয়ার্ম আপের জন্য, সে কথা মাথায় রাখার তাগিদ জানিয়ে দেবাশীষ বলেন, ‘অনুশীলনের সময় ইনজুরি প্লেয়ারদের মনোসংযোগের ঘাটতির কারণে হতে পারে। ফুটবল খেলার কথাই ধরা যাক। প্লেয়ারদের মনে রাখতে হবে আমরা ওয়ার্মআপের জন্য ফুটবল খেলছি, জেতার জন্য নয়।‘
তিনি বলেন, ‘তাদের মনে রাখতে হবে আমরা গোল দেয়ার জন্য খেলবো না। কোন প্রতিযোগিতা করা যাবে না। তারা যেটা করে একজন বল নিয়ে সে পাস না দিয়ে পায়ের মধ্যে বল রেখে দিচ্ছে।‘
দেবাশীষের ভাষায়, বল পেলে মুস্তাফিজ-তাসকিনরা ম্যারাডোনা মেসির মতো হয়ে যান- ‘তাহলে কিন্তু কারোরই ওয়ার্মআপ হচ্ছে না। নির্দেশনা সবসময়ই থাকে, কিন্তু বল পেলে ম্যারাডোনা মেসি হয়ে যায়।’
টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আর কদিন পরই টি-২০ সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করতে মাঠে নামবে বাংলাদেশ। ইনজুরির কারণে এই সিরিজ মিস করবেন তামিম ও মুস্তাফিজ দুজনই।
আজকের বাজার: সালি / ২৩ অক্টোবর ২০১৭