করোনা পরবর্তী সময় জার্মানি, স্পেনের পাশাপাশি দেশের প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ ফেরানোর উদ্যোগ নিয়েছে সিরি-‘এ’।
চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা না হলেও অনুশীলনের ফিরেছে জুভেন্তাস, এসি মিলানের মতো ইতালিয়ান জায়ান্ট ক্লাবগুলো। এমন সময় লিগ শুরুর ঠিক আগে অনুশীলনে চোট পেয়ে বসলেন এসি মিলানের তারকা সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।
চোট কতোটা গুরুতর সে বিষয়ে জানা না গেলেও চলতি মরশুমের বাকি সময়টা তাঁর মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
ইতালির বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সোমবার অনুশীলনে কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন সুইডেন তারকা।
ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার চোট পরীক্ষা করা হবে তারকা ফুটবলারের। এরপর রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে চোট কতোটা গুরুতর। আরেকটি সংবাদমাধ্যমে ইব্রা স্বয়ং আবার দাবি করেছেন তাঁর চোট বেশ গুরুতর।