আগামীকাল পাকিস্তানের বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ায়, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার।
তবে ঐ ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে।
লর্ডসের পাশে প্র্যাকটিস কমপ্লেক্সে আজ নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বলের আঘাতে ডান হাতের কনুইয়ে ব্যাথা পান বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তখনই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কিন্তু বেশিক্ষণ নেটে থাকতে পারলেন না মুশফিক। চোটের মাত্রা বেশি হওয়ায় কিছুক্ষণ পরই ড্রেসিংরুমে ফিরে যান মুশফিক।
সেখানে আবারো তাকে চিকিৎসা দেয়া হয়। তাই পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে কোচ স্টিভ রোডসও পরিস্কারভাবে মুশফিকের ইনজুরি নিয়ে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘ফিজিওর সাথে কথা না বলে মুশফিকের ইনজুরি নিয়ে কিছু বলা যাচ্ছে না।
আজকের বাজার/লুৎফর