আগামী ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচকে সামনে রেখে আজ স্থানীয় সময় সকাল ১০টায় টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনে ব্যাটিং করার সময় ডান কনুইয়ে আঘাত পেয়েছেন টাইগারদের উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
নেটে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের একটি ডেলিভারি মুশফিকের ডান কনুইয়ে আঘাত করে। পরে নেট থেকে বেরিয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। সাথে সাথে মুশফিকের আঘাতের স্থানে বরফ দেয়া হয়। ড্রেসিং রুমেই চলতে থাকে প্রাথমিক চিকিৎসা। মুশফিকের ইনজুরি কতটা গুরুত্বর তা এখনো জানা যায়নি।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচে দলের জন্য মুশফিক অনেক বড় ফ্যাক্টর। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই ৭৮ রানের দারুন একটি ইনিংস খেলেন মুশফিক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রান করেন তিনি।