চলতি মাসে বুন্দেসলিগার পর আগামী মাসে স্পেনে চালু হয়ে যাচ্ছে প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ। লা-লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস আগামী ১২ জুন থেকে লা-লিগা শুরুর কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই গাইডলাইন মেনে করোনা পরীক্ষার পর ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন লা-লিগা ফুটবলাররা। করোনায় হাজার-হাজার মানুষের প্রাণ হারানোর পর স্পেন, ইতালি, জার্মানির মতো দেশগুলিতে ফুটবল ফেরানো নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এহেন পরিস্থিতিতে বার্সার মধ্যমনি লিওনেল মেসি অনুশীলনে ফেরাটা ঝুঁকি মনে করলেও উপভোগ করছেন পুরো বিষয়টা।
রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে আপাতত লিগ শীর্ষে বার্সেলোনা। লিগের অবশিষ্ট ম্যাচগুলির প্রস্তুতি নিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন। জোয়ান গাম্পার অনুশীলন কেন্দ্রে তিনটি মাঠে ভাগ করিয়ে দলের ফুটবলারদের অনুশীলন করাচ্ছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। এমন সময় এক স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ‘রোগ সংক্রমণের ভয় সর্বত্র রয়েছে। তুমি বাড়ি থেকে যে মুহূর্তে বাইরে পা রাখছো সেই মুহূর্ত থেকেই বিপদ শুরু। সুতরাং আমার মনে হয় এটা নিয়ে বেশি চিন্তা না করাই ভালো। নইলে আমরা বাইরে বেরোতেই পারব না।’
একইসঙ্গে সুরক্ষার কারণে নির্দেশিকা মেনে চলার বিষয়টিকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি কিংবা তাঁর সতীর্থরা। এ প্রসঙ্গে মেসি জানিয়েছেন, ‘প্রোটোকল মেনে চলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি আমরা। রোগ এড়াতে সম্ভাব্য সমস্ত গাইডলাইন মেনে চলছি আমরা। অনুশীলনে ফেরাটা আমাদের প্রাথমিক পদক্ষেপ। অনুশীলনে ফিরেছি বলে নিশ্চিত হওয়ার কিছু নেই বরং আমাদের প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আশা রাখি ফাঁকা গ্যালারিতে খেলা চালু করতে কোনও সমস্যা হবে না।’
পাশাপাশি আসন্ন মরশুমে ইন্টার মিলান থেকে স্ট্রাইকার লাউতুরো মার্টিনেজকে দলে নেওয়ার বিষয়েও নিজের মতামত ব্যক্ত করেন আর্জেন্তাইন সুপারস্টার। উল্লেখ্য, লুইস সুয়ারেজের বদলি হিসেবে আসন্ন মরশুমে মার্টিনেজকে দলে নিতে ঝাঁপিয়েছে কাতালোনিয়া প্রদেশের ক্লাবটি। তবে এব্যাপারে তিনি বিশেষ কিছু জানেন না বলে জানিয়েছেন লিও। তবে ইন্টার স্ট্রাইকারের প্রশংসা করে মেসি বলেন, ‘লাউতারো পরিপূর্ণ একজন স্ট্রাইকার। ও ভীষণ চিত্তাকর্ষক এবং শক্তিশালীও বটে। ড্রিবলটাও ভালো করতে পারে। গোলটা ভালো চেনে ও।’