অনুষ্ঠানে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বি চৌধুরী

পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা (বি) চৌধুরী।

কর্মসূচিতে আসার পথে শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন ঐক্য প্রক্রিয়ার আরেক নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

এদিকে, জাতীয় ঐক্যের রূপরেখার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার জন্য ইতোমধ্যেই প্রেসক্লাবে উপস্থিত হয়েছেন গণফোরাম সভাপতি নেতা ড. কামাল হোসেনসহ অন্যরা।

প্রসঙ্গত, শনিবার বিকালে শহীদ মিনার থেকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা দেয়ার কথা ছিল। তবে অনুমতি না পেয়ে প্রেসক্লাব থেকেই এই রূপরেখা ঘোষণা করেছেন ঐক্য প্রক্রিয়ার নেতারা।

আজকের বাজার/এমএইচ