অনুষ্ঠানে নর্তকীর সঙ্গে নেচে বরখাস্ত ২ পুলিশ

নাচ-গানের অনুষ্ঠানে যাদের নিরাপত্তা দেওয়ার কথা, তারাই যখন দায়িত্ব পালন না করে নাচের সঙ্গে তাল মেলায় তখন বিষয়টি আর স্বাভাবিক পর্যায়ে থাকে না। কিন্তু সে রকমই কাণ্ড ঘটিয়ে বরখাস্ত হয়েছেন ভারতের দুই পুলিশ সদস্য।

জি নিউজ এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি উত্তর প্রদেশের উন্নাও এলাকায় এ ঘটনা ঘটে। এরপরই ঘটনারও ভিডিও ভাইরাল হয়।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, মদনাপুর গ্রামের ওই ঘটনায় পুলিশের এক কনস্টেবল ও এক অফিসারকে বরখাস্ত করা হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তা দিতে পুলিশের যে টিম দায়িত্বে ছিল, বরখাস্তরা সেই টিমেরই সদস্য।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে ওই পুলিশ কর্মকর্তা জানান, প্রতিবছর তিনদিনের জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা ভিডিওটি দেখেছি ও তদন্তের নির্দেশ দিয়েছি। ভিডিওতে যে পুলিশ সদস্যকে দেখা গেছে তাদের বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পুলিশ সদস্যরা মদ পান করেছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

এস/