বাংলাদেশের অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৭ মে) সকালে অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
বিজিবির ফুলবাড়ী ক্যাম্পের সেকেন্ড-ইন-কমান্ড রবিউল হককে উদ্ধৃত করে বেসরকারি যমুনা টিভি এ খবর জানিয়েছে।
বিজিবি কর্মকর্তা জানান, সশস্ত্র অবস্থায় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযাগে আটক বিএসএফ সদস্যদের ফুলবাড়ী ক্যাম্পে রাখা হয়েছে।
আজকের বাজার/ এমএইচ