অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে সিলেটকে হারালো মৌলভীবাজার

সাখাওয়াৎ লিটন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্টিত সিলেট বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে স্বাগতিক মৌলভীবাজার জেলা ২ উইকেটে হারিয়েছে সিলেট জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলকে। মৌলভীবাজারের হয়ে ৫ উইকেট পেয়েছেন অনুপ কান্তি পাল। কম যাননি সিলেটের স্পিনার সুমন। শিকার করেছেন প্রতিপক্ষের ৬ উইকেট। মৌলভীবাজারের ৬ ব্যাটসম্যানকেই তিনি পাঠিয়েছেন সাজঘরে।

মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে সিলেটের ক্ষুদে ক্রিকেটাররা। স্বাগতিক স্পিনার অনুপের স্পিন যাদুতে সিলেট ২৬.১ ওভারে অলআউট হয় মাত্র ৯৬ রানে। দলের হয়ে মেহেদী সর্বোচ্চ ২২ রান করেন ও মাসুকুর রহমান করেন ৮ রান। তারেক আহমদের ব্যাট থেকে আসে ৮ রান।

মৌলভীবাজারের হয়ে অনুপ ২৩ রানে ৫টি, খালেকুজ্জামান সাত ওভারে ৭ রানে ৩ উইকেট ও হোসেন ২টি উইকেট লাভ করেন।

৯৭ রানের জবাবে খেলতে নেমে সিলেটের স্পিনার সুমনের বোলিং তোপে পড়ে স্বাগতিক মৌলভীবাজার। তবে কিবরিয়ার ব্যাটে ২ উইকেট হাতে রেখে জয় পায় দলটি। কিবরিয়া ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন। রাফি করেন ১৫ রান। ১১ রান করে অপরাজিত থাকেন কাউসার।

সিলেটের স্পিনার সুমান ২৩ রানে ৬ ও ইখতেখার নেন ১ উইকেট।

স্কোর:
সিলেট: ২৬.১ অভারে ৯৬ রানে অলআউট।
মৌলভীবাজারের অনুপ ২৩ রান দিয় নেন ৫ উইকেট

মৌলভীবাজার: ৮ উইকেটে ৯৭ রান।
সিলেটের সুমান ২৩ রান দিয়ে নেন ৬ উইকেট
ফলাফল: মৌলভীবাজার ২ উইকেটে জয়ী