অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে আরামবাগ

আরামবাগ ক্রীড়া সংঘ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মতিঝিল পাড়ার ক্লাবটি ২-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে।

আরামবাগের গোল করেছেন শাকিল ও ফাহিম উদ্দিন সোহেল।

আরামবাগ তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টে শেষ চারে নাম লেখালো। এর আগে ব্রাদার্স ও ফরাশগঞ্জ সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে সেমিফাইনালের বড় লড়াইটা হবে মঙ্গলবার। যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সফল দুই দল আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের যুবারা।

দুই অর্ধেই আক্রমণ-পাল্টা আক্রমণ ছিল। কিন্তু গোল আদায় করতে পারেনি কোনো দল। দুই গোলে জেতা আরামবাগ প্রথম লক্ষ্যভেদ করে ৫২ মিনিটে। শাকিলের গোল স্বস্তি ফেরায় আরামবাগের ডাগআউটে। নিজাম মজুমদারের শিষ্যরা ব্যবধান দ্বিগুণ করে ইনজুরি সময়ে। ফাহিম উদ্দিন সোহেল করেন দলের দ্বিতীয় গোল।

আজকের বাজার/একেএ