শ্রীলঙ্কার জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশের যুবাদের।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৫ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু তাতে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের।
সুপার ফোরে ওঠার জন্য বাংলাদেশের ভাগ্য দিনের অন্য ম্যাচ পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ফলাফলের ওপর নির্ভর করছিল।
শ্রীলঙ্কা পাকিস্তানকে ২৩ রানে হারানোর ফলে সুপার ফোরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।
‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। পাকিস্তানের পয়েন্ট ২।
অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও আফগানিস্তান।
আজকের বাজার/এমএইচ