অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এশিয়া কাপ ফাইনালে আজ সকালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।
তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এ নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ভারতের। মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকে ভারত।
৩২ ওভার ৪ বলে সবকটি উইকেট ভারত সংগ্রহ করে ১০৬ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন কারন লাল।
কাপ জিততে বাংলাদেশের টার্গেট ১০৭।
স্পিনার শামিম ও তরুন পেসার মৃত্যুঞ্জয় ৩টি করে উইকেট নিয়ে গুড়িয়ে দেন ভারতের ব্যাটিং লাইন আপ। শাহিন আলম ও তানজিম সাকিব একটি করে উইকেট দখল করেন।
উল্লেখ, ভারত এই পর্যন্ত ৬ বার শিরোপা জিতলেও বাংলাদেশ বাংলাদেশের যুবারা এখনো এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি।