দক্ষিণ আফ্রিকায় চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে গত শনিবার বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে জয়ী হলেও পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় স্কটল্যান্ড। গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগামী ২৪ জানুয়ারি অংশ নেবে বাংলাদেশ।
১৬টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে গ্রপপর্বে লড়বে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’ তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নাইজেরিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ, পাকিস্তান, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে রয়েছে গ্রুপ ‘সি’ তে। আর গ্রুপ ‘ডি’ তে রয়েছে আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান