দুজনের বনিবনা হচ্ছিল না। তাই স্বামীকে রেখে চলে যান অন্তঃসত্ত্বা স্ত্রী। এরপর হন্যে হয়ে স্ত্রীকে খুঁজতে থাকেন স্বামী। কোথাও কোনো হদিস না পেয়ে অবশেষে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, অমিতের অন্তঃসত্ত্বা স্ত্রী ধর্মিষ্ঠা গত ৯ মার্চ থেকে নিখোঁজ। বিভিন্ন জায়গায় ঘুরেও স্ত্রীকে খুঁজে পাননি। পরে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মৃত্যুর আগে অমিত নিজের আত্মীয়-পরিজন ও বন্ধুদের একটি ভিডিও পাঠান।
অমিত জানান, তিনি জানেন না কেন তার স্ত্রী এই অবস্থায় তাকে ছেড়ে চলে গেছেন। স্ত্রীর ব্যবহারের তিনি খুব কষ্ট পেয়েছেন।
এসব ঘটনার জেরেই অমিত আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
আজকের বাজার/আরজেড