চলতি হিসাব বছরের ৯ মাসের (এপ্রিল-ডিসেম্বর ১৯) আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ক্যাশ শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য চলতি হিসাব বছরের ৯ মাসের (এপ্রিল-ডিসেম্বর ১৯) আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। সূত্র – শেয়ারবাজারনিউজ
আজকের বাজার/এ.এ