শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২০১৯ সালের তৃতীয় প্রান্তিক ও ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত সময়ের হাতে থাকা উপার্জনের ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৪ টাকা ০৬ পয়সা। এ সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৩৬০ টাকা ৬৭ পয়সা। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জানুয়ারি।
এদিকে, লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দেওয়ার কারণে নিয়মানুযায়ী এ কোম্পানির শেয়ার লেনদেনে আজ বুধবার কোনো লিমিট দেয়া হয়নি।