পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৯০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
৩০ জুন ২০১৯ সমাপ্ত সময় অর্থাৎ অর্ধবার্ষিকীর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন,১৯) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩ দশমিক ৩৭ পয়সা। আগের বছর একই সময় ছিল ১২ টাকা ১০ পয়সা।
আর শেষ ৩ মাসে (এপ্রিল-জুন,১৯) কোম্পানির আয় হয়েছে ৭ টাকা ০৭ পয়সা। আগের বছর ছিল ৭ টাকা ৭০ পয়সা।
একই সময় কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ২৫ টাকা ১৫ পয়সা।
এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ আগস্ট।