হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মো. রিয়াজ মাতবর (৫০) ও মোসা. চান বানু (৪০) নামের দুই যাত্রীর আন্ডার প্যান্ট থেকে লুকায়িত অবস্থায় স্বর্ণের ৪টি বার ও ৫০ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আটক স্বর্ণের মূল্য প্রায় ২০ লাখ টাকা ও সিগারেটের মূল্য ৪ লাখ টাকা।
মঙ্গলবার ০১ আগস্ট বিমান বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর এসব স্বর্ণ ও সিগারেট জব্দ করা হয়।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দার মহা-পরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, শাহজালালে কুয়ালালামপুর থেকে আগত দুই যাত্রীর আন্ডার প্যান্টে লুকায়িত অবস্থায় ৪টি স্বর্ণবার ও ৫০ কাটন সিগারেট জব্দ করা হয়ছে।যাত্রীদ্বয় আজ ৮টা ৫০ মিনিটে রিজেন্ট এয়ারের আরএক্স ৭৮৩ ফ্লাইটে ঢাকা আসেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজের অন্তর্বাসের ভেতর থেকে ১০০ গ্রাম ওজনের ২টি স্বর্ণবার ও ২৫ কার্টন সিগারেট এবং চান বানুর গামেন্টস পণ্যের ভেতর থেকে ১০০ গ্রাম ওজনের আরো ২ টি স্বর্ণবার ও ২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
আজকের বাজার: আরআর/ ০১ আগস্ট ২০১৭