‘অন্তর জ্বালা’ এবার যুক্তরাষ্ট্র ও সুইডেনে

দেশ পেরিয়ে ‘অন্তর জ্বালা’ এখন যুক্তরাষ্ট্র ও সুইডেনে।

বিষয়টি নিশ্চিত করে প্রযোজক ও নায়ক জায়েদ খান জানান, সুইডেনের স্টকহোমের ‘হালুমদা ফলকেট হাউজ’-এ পহেলা বৈশাখ উপলক্ষে প্রদর্শিত হবে ছবিটি। এর আয়োজক ‘আমরা কজনা’। একইভাবে আমেরিকাতেও এটি মুক্তি পাবে। এটি সমন্বয় করছেন আমেরিকা প্রবাসী বাংলাদেশি আলমগীর আলম খান।

এ সময় তিনি আরও বলেন,পহেলা বৈশাখের দিন সেখানে পান্তা-ইলিশের আয়োজন থাকবে। প্রবাসী বাঙালিরা নানা আয়োজনে বর্ষবরণ করবেন। আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘অন্তর জ্বালা’র প্রদর্শনী।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সারাদেশে মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’। ছবিতে পরিমনির বিপরীতে অভিনয় করেছেন নায়ক জায়েদ খান।

আাজকের বাজার/আরজেড