করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে অণে¦ষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্র, মুলাদী, বরিশালকে তিন লাখ টাকা অনুদান দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক অনুদানের চেক পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ ইমদাদুল হক-এর কাছে হস্তান্তর করেন।