‘অন্যায়ভাবে আটক’ সাংবাদিককে মুক্তি দিতে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

যুক্তরাষ্ট্র সোমবার জোর দিয়ে বলেছে, রাশিয়া ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচকে অন্যায়ভাবে আটক করেছে এবং তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র বিভাগ গার্শকোবিচের ব্যাপারে অস্বাভাবিক দ্রুততার সাথে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই মামলার ক্ষেত্রে ওয়াশিংটনের গুরুতর সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। কেননা, সোভিয়েত যুগের পর থেকে এই প্রথমবারের মতো মস্কো একজন মার্কিন সাংবাদিককে গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত করে। গার্শকোভিচকে গত ২৯ মার্চ রাশিয়ার নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন যে রাশিয়া ইভান গার্শকোভিচকে অন্যায়ভাবে আটক করেছে।
প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, আমরা রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে গার্শকোভিচকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।
প্যাটেল বলেন, ‘সাংবাদিকতা কোন অপরাধ নয়। আমরা রাশিয়ায় স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে ক্রেমলিনের অব্যাহত দমনপীড়নের এবং সত্যের বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধের নিন্দা জানাই।’