উন্নত বিশ্বের মতো বাংলাদেশের নাগরিকরাও পেতে শুরু করেছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। ইতিমধ্যে রাজধানী ঢাকার বেশির ভাগ ভোটার এই স্মার্টকার্ড হাতে পেয়ে গেছেন। এখন শুরু হয়েছে অন্যান্য বিভাগ ও জেলা পর্যায়ে বিতরন কার্যক্রম। যারা এখনো স্মার্টকার্ড পাননি, তারা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারেন কবে পাবেন আপনার কার্ডটি।
এই স্মার্টকার্ডে থাকছে ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্র জানায়, মেশিন রিডেবল নতুন এই স্মার্টকার্ডে একটি ক্ষুদ্র চিপসে একজন নাগরিকের ৩২টি মৌলিক তথ্য আছে। বর্তমানে পাসপোর্ট, ব্যাংকিং, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, শেয়ার ব্যবসাসহ ২৫টি সেবা গ্রহণের সুবিধা থাকছে। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে। কম্পিউটার, ল্যাপটপে এ-সংক্রান্ত একটি সফটওয়্যার ইনস্টল করে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে যেকোনো কার্ডধারী স্মার্টকার্ডের প্রাথমিক তথ্য যাচাই করতে পারবেন। খুব শিগগির এ প্রক্রিয়াও চালু হবে। এসএমএসের মাধ্যমে স্মার্টকার্ড পেতে আপনাকে যা করতে হবে : প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে sc স্পেস nid স্পেস ১৭ ডিজিটের নিজের পুরাতন এনআইডি নম্বর লিখতে হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাদের প্রথমে জন্ম সাল যুক্ত করে নিতে হবে। এরপর তা যেকোনো মোবাইল অপারেটর থেকে ১০৫ নম্বরে পাঠালেই ফিরতি মেসেজে জানিয়ে দেয়া হবে কবে আপনার স্মার্টকার্ডটি হাতে পাবেন। আর যারা এখনো এনআইডি পাননি, তারা প্রথমে sc লিখে স্পেস দিয়ে f লিখে স্পেস দিয়ে নিবন্ধন ফরম নম্বর লিখবেন। আবারও স্পেস দিয়ে d লিখে yyyy-mm-dd ফরম্যাটে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠালে ফিরতি মেসেজে আপনার এনআইডি কবে কোথায় কোন ক্যাম্পে দেয়া হবে তা জানানো হবে। এছাড়া মোবাইলের মাধ্যমে ১০৫ নম্বরে কল করেও প্রয়োজনীয় তথ্য দিয়ে স্মার্টকার্ড সম্পর্কে জানা যাবে।
ওয়েবসাইট ব্যবহার করেও আপনার স্মার্টকার্ড কবে, কোথায় দেয়া হবে, তাও জানতে পারবেন।
প্রথমে এই লিংকে https://services.nidw.gov.bd/card_distribution প্রবেশ করুন। এরপর আপনার এনআইডি নম্বর বা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্মতারিখ ও ক্যাপচা লিখুন। ‘কার্ড বিতরণ তথ্য দেখুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর যে উইন্ডো আসবে সেখানেই থাকবে কবে, কোন ক্যাম্পে আপনার স্মার্টকার্ডটি কবে দেয়া হবে।
আজকের বাজার : এলকে ২৭ ডিসেম্বর ২০১৭