খাবার, বিদ্যুৎ, পানির মত সম্পদের অপচয় রোধ না করলে অচিরেই মৃত শহরে পরিণত হবে ঢাকা। কারণ বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা না করেই ঢাকার বাসিন্দারা মাত্রাতিরিক্ত সম্পদের অপচয় করছে। যার কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে ‘টেকসই ভোগ’ শীর্ষক এক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশঙ্কার কথা জানান বক্তারা।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১২-এর লক্ষ্য অর্জনের জন্য ঢাকাবাসীদের মধ্যে খাদ্য, পানি ও বিদ্যুতের সঠিক ব্যবহার ও অপচয় রোধ করতে অ্যাকশনএইড বাংলাদেশ ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এই প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১ কোটি ৬০ লাখেরও বেশি জনসংখ্যার শহর ঢাকা এখন বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি। আর এই শহরের জনসংখ্যার অধিকাংশই খাদ্য, পানি, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সচেতন নয়। আবার কীভাবে পরিবেশ রক্ষা করে খাওয়া ও প্রয়োজনীয় জিনিসের টেকসই ব্যবহার করা যায়- সে বিষয়েও মানুষের ধারণা কম। ফলে ঢাকার সীমিত সম্পদেরও অপব্যবহার হচ্ছে। যেটি পরিবেশেরও ক্ষতি করছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা আমাদের খাবারের প্রায় এক তৃতীয়াংশ নষ্ট করি। যেটি পরিবেশেরও ক্ষতি করছে। পানি, বিদ্যুতের মত সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এই শহরের মানুষ খুবই অসচেতন। সম্পদের ব্যবহারের ক্ষেত্রে আমরা এখনই যদি সচেতন না হই, তবে অচিরেই ঢাকা মৃত শহরে পরিণত হবে।
তিনি বলেন, স্বাস্থ্যকর ও টেকসই জীবন কাটাতে অবশ্যই আমাদের ভোগের আচরণ পরিবর্তন করতে হবে। একটি সুন্দর ও মানসম্মত শহর তৈরিতে প্রত্যেককে খাদ্য, পানি ও বিদ্যুতের মত প্রয়োজনীয় জিনিসের ব্যবহারে আমাদের দায়িত্বশীল হতে হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১২ অর্জনের জন্য এই কাজগুলো করা দরকার।
এ বিষয়ে ইউএনডিপির সহকারি কান্ট্রি ডিরেক্টর খুরশীদ আলম বলেন, পানি, বিদ্যুতের মত নিত্য প্রয়োজনীয় সম্পদের সঠিক ব্যবহার ঢাকাসহ সারাদেশের পরিবেশগত অবনতি হ্রাসে সাহায্য করবে।
‘টেকসই ভোগ’- প্রচারাভিযানে প্রাথমিকভাবে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের খাদ্য, পানি এবং বিদ্যুতের ব্যবহার বিষয়ে আচরণের ধরন পরিবর্তনের লক্ষ্যে বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যুবাদের মাধ্যমে প্রচারাভিযানটি করছে অ্যাকশনএইড বাংলাদেশ ও ইউএনডিপি।
যেখানে অ্যাকশনএইড বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক দল এবং সামাজিক সংস্থা ‘পরিবর্তন চাই’ প্রত্যক্ষভাবে খাদ্য খাওয়া ও সম্পদের ব্যবহারে অপচয় রোধ ও ইতিবাচক আচরণ তৈরিতে প্রচারাভিযানটির আওতায় বেশকিছু কর্মসূচি বাস্তাবয়ন করবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/এলকে ৫ নভেম্বর ২০১৭