অপবাদ সইতে না পেরে আত্মহত্যা

রাজধানী ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় একটি রিকশা চুরির অভিযোগে সালিশ বৈঠকে অপমান, মারধর ও জরিমানা করার ঘটনা সইতে না পেরে নির্মল প্রামাণিক নামে একজন নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ জুলাই) সকালে আশুলিয়ার টেঙ্গুরী পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

নির্মল প্রামাণিক বগুড়া জেলার শিবগঞ্জ থানার বালাইল কলেজপাড়া এলাকার বিমল প্রামাণিকের ছেলে। তিনি আশুলিয়ার জিরানী টেঙ্গুরি পুকুর পাড় এলাকায় আবুল কাশেমের ভাড়া দেওয়া বাসায় বসবাস করতেন এবং নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

এঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- আশুলিয়ার টেঙ্গুরি পুকুরপাড় এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে বেলায়েত হোসেন (৫২), কুমিল্লা জেলার বরুড়া থানার পয়ালগাছা গ্রামের ইলিয়াছ মন্ডলের ছেলে আলমগীর হোসেন (৪০) ও আলমগীরের স্ত্রী আনোয়ারা বেগম (৩৮)।

আজকের বাজার/লুৎফর রহমান