অপকর্মকারীদের দল থেকে বের করে দেয়ার নির্দেশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে অযোগ্যদের দলে না টানারও নির্দেশ দেন তিনি। ১ নভেম্বর বুধবার দুপুরে রাজশাহীতে কর্মী সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন তিনি।
রাজশাহীর নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা সৎ, শিক্ষিত ও মুক্তিযুদ্ধেরে চেতনায় বিশ্বাসী তাদের সদস্য করবেন। চিহ্নিত কোনো চাঁদাবাজ, দাগী আসামি, সন্ত্রাসী, ভূমিদস্যু, স্বাধীনতা বিরোধী অপশক্তি আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। নারী ও তরুণ ভোটারদের টার্গেট করে সদস্য সংগ্রহের নির্দেশ দেন সেতুমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তারা অপকর্মে জড়িত হতে পারে না। ভোটের জন্য নয়, আওয়ামী লীগ রাজনীতি করে আগামী প্রজন্মের জন্য। এ প্রজন্মের জন্য কিছু করতে হলে আমাদের নির্বাচিত হতেই হবে। উন্নয়ন যতই হোক আচরণ খারাপ হলে তা কাজে দেবে না’। এমন নেতাকর্মীদের সংশোধনেরও আহবান জানান কাদের।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সব খবর আমি নিয়েছি। যারা আমার সঙ্গে এসেছেন তাদের প্রত্যেকে খোঁজখবর নিচ্ছেন। এটি আমরা পরে নেত্রীকে জানাব। পার্টিকে সংগঠিত, পরিকল্পিক ও সুশৃংখলভাবে শক্তিশালী করতে হবে আগামী সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে’।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারাসহ প্রমুখ।
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ আনুষ্ঠানিকভাবে সদস্যপদ নবায়ন করেন।
আজকের বাজার:এলকে/এলকে ১ নভেম্বর ২০১৭