আবুধাবিতে শনিবার রাতে ইউএফসি ২৫৪ লড়াইয়ে জাস্টিন গাথজেকে হারানোর পর হঠাৎই অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অপরাজিত মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভ, খবর এপি।
টেকনিক্যাল নকআউটের দ্বিতীয় রাউন্ডেই জাস্টিনের বিপক্ষে জয় নিশ্চিত করে নেন খাবিব। গত জুলাইয়ে করোনার লক্ষণ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খাবিবের বাবা ও তার আজীবনের কোচ আব্দুলমানাপ নুরমাগোমেদভ। বাবার মৃত্যুর পর এটিই ছিল ইউএফসির মঞ্চে খাবিবরে প্রথম লড়াই।
অবসরের ঘোষণা দেয়ার সময় খাবিব বলেন, ‘আমি আমার বাবাকে ছাড়া আর এখানে আসতে চাই না। আমি আমার মায়ের সাথে কথা বলেছি। আমি তাকে কথা দিয়েছি যে এটিই আমার শেষ লড়াই। মাকে দেয়া এ কথা আমার রাখতে হবে।’