অপরাধ করলেই আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতার কিনা, তা শিগগিরই জানতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, সম্রাট হোক যেই হোক অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। আমি এটা এখনো বলছি, সম্রাট বলে নয়, অপরাধ করলে যে কাউকে আইনের আওতায় আনা হবে। আপনারা সময় হলেই দেখবেন।

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরাম এর আয়োজন করে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যেই অপরাধ করুক তাকে আইনের মুখোমুখি হতে হবে। এ জন্য তথ্য ভিত্তিক অভিযান চালানো হচ্ছে। আপনারাও দেখছেন, অপরাধ ঘটছে বা যারা অপরাধ ঘটাচ্ছে এমন খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হচ্ছে। এটা কোনো শুদ্ধি অভিযান নয়, সুশাসন প্রতিষ্ঠার জন্য যা প্রয়োজন তাই করা হচ্ছে।

তিনি বলেন, কেউ যেন অযথা হয়রানি না হয়, সে জন্য ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনার জন্য র‍্যাবকে দায়িত্ব দেয়া হয়েছে।

আজকের বাজার/এমএইচ