সকল অপশক্তিকে প্রতিহত করে সুখী, সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
শনিবার ঈশ্বরদী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন,বিভিন্ন অপশক্তি বহুকাল ধরে বাংলাদেশকে পিছনে ঠেলে দিয়েছিল। এ সমস্ত অপশক্তিকে রুখে দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন,‘পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় জ্ঞানে এবং দক্ষতায় আমাদের দেশের ছেলেমেয়েরা কোন অংশে কম নয়। কাজেই নিজেকে গড়লে তবেই আমরা উন্নত জাতিতে পরিণত হবো’।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, প্রফেসর মুহাম্মদ আবদুল জলিল, অধ্যাপক খন্দকার সিরাজুল ইসলাম, ঈশ্বরদী আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
এমআর/